
আব্রাহাম লিংকন: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের কৈখালী ফরেস্ট স্টেশনের মাঝির ভাসমান লাশ উদ্ধার হয়েছে ৷
জানা যায়, শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের মৃত মজিদ আলী গাজীর পুত্র নবাব আলী দীর্ঘ দিন ধরে কৈখালী ফরেস্ট স্টেশনের মাঝি হিসাবে কর্মরত ছিলেন ৷
গত রবিবার রাত ১০ টার দিকে কে বা কাহারা ফোন করেছিল বলে জানান তার পুত্র রফিকুল ইসলাম।
ওয়াপদার বেড়িবাঁধের উপরে সাহেদ আলীর দোকানে বসে রাত্র অনুমানি ২ টা পযন্ত মোবাইলে ওয়াজ শুনছিল বলে জানান এলাকাবাসীরা। সোমবার রাত নয়টার সময় টেংরাখালী কোস্টগার্ডে ভাসমান পল্টনের পাশে লাশ টি দেখে কোস্টগার্ড অফিসের লোক স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করেন। পরে শ্যামনগর থানা পুলিশকে খবর দেন ৷
মাদারনদীর জোয়ারে লাশটি ভেসে এসেছে বলে ধারনা করছেন স্থানীয়রা। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।