
শ্যামনগর প্রতিবেদক: গহিন সুন্দরবনের ৫৪ নং কম্পার্টমেন্টের আওতায় বঙ্গোপসাগর সংলগ্ন বাহির মান্দার বাড়িয়া সংরক্ষিত অভয়ারন্য অঞ্চলে ফিশিং ট্রলার নিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৯ জেলেকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন বন কর্তৃপক্ষ। শনিবার সকাল ১০ টায় বন আইনে (সিওআর কম্পাউন্ডিং অফেন্স রিপোর্ট) জেলেদের এ জরিমানা করা হয়।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বলেন, অভয়ারন্য অঞ্চলে অনুপ্রবেশ করায় জেলেরা নিজেদের দোষ স্বীকার করে। পরবর্তিতে বন আইনে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, গত শুক্রবার ভোরের দিকে বাগেরহাট জেলার রামপাল থানার ৯ জেলেকে ২টি ফিশিং ট্রলার সহ আটক করা হয়।