
জিয়াউর রহমান শ্যামনগর থেকে: পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের গহিন সুন্দরবনের মান্দারবাড়ীয়ার চরে ৭৮জন পুরুষ সদস্যকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও কোস্টগার্ড সদস্যরা। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বঙ্গোপসাগর সংলগ্ন দূর্গম মান্দারবাড়ীর চরে তাদের ফেলে যায় বিএসএসফ। জানতে পেরে মান্দারবাড়িয়া বন টহল ফাঁড়ির সদস্যরা তাদের উদ্ধার করে।
বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) জিয়াউর রহমান বলেন, মান্দারবাড়ীয়ার চরে ওই ৭৮জনকে বন বিভাগের পক্ষ থেকে উদ্ধার করে সার্বিক সহায়তা করা হচ্ছে। তাছাড়া সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান সহ বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। কোস্টগার্ডের আওতাভূক্ত হওয়ায় বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে। উদ্ধারকৃতরা ভারতের উড়িষ্যা ও গুজরাট এলাকায় বসবাস করতেন বলে জানাগেছে। বাংলাদেশে তাদের বাড়ি খুলনা, বরিশাল ও নড়াইল এলাকা বন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে।
১৭ বিজিবি নীলডুমুর ক্যাম্প কমান্ডার (সিও) লেঃ কর্নেল সাহরিয়ার রাজিব বলেন, বিষয়টি কোস্টগার্ডের একতিয়ার ভূক্ত হওয়ায় বিজিবি’র পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। কোস্টগার্ড কৈখালী ক্যাম্পে যোগাযোগ করেও উত্তর পাওয়া যায়নি।