
জিয়াউর রহমান, শ্যামনগর: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে নদীতে অবৈধভাবে মাছ শিকারের সময় মালপত্রসহ ৬ জেলেকে আটক করেছেন নোটাবেকী বন টহল ফাঁড়ির সদস্যরা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোর ৬টার দিকে সুন্দরবনের মানিকচরা খালে মাছ ধরার সময় নোটাবেকী টহল ফাঁড়ির ওসি শাহাদাৎ হোসেনের নেতৃত্বে বনকর্মীরা জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা ও জালসহ অনান্য মালপত্র জব্দ করে বনকর্মীরা। আটক জেলেরা হলেন শ্যামনগর উপজেলার সিংহড়তলী গ্রামের গফ্ফার গাজীর ছেলে নূরুজ্জামান গাজী, আব্দুল বারী সানার ছেলে রাজ্জাক সানা, সামছুর সানার ছেলে সিরাজুল সানা, টেংরাখালী গ্রামে জব্বার গাজীর ছেলে আনিছুর গাজী, বারী মোড়ললের ছেলে আতিয়ার ও মতিয়ার। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।