
সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবনে অভয়ারন্য এলাকা হতে ৬টি নৌকা ও কাঁকড়া ধরা কাজে ব্যবহৃত আটন জব্দ করেছেন বন বিভাগ। ২৮ ডিসেম্বর শনিবার ভোরের দিকে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসানের নেতৃত্বে বন কর্মীরা নিয়মিত টহল দানকালে গহিন সুন্দরবনে অভায়ারন্য এলাকা হলদেবুনিয়া এলাকা থেকে নৌকা ও আটন জব্দ করেন। এসময় জেলেরা পালিয়ে যায়।
সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় হলদেবুনিয়া অভয়ারন্য এলাকা হতে ৬টি নৌকা ও ২শতটি আটন জব্দ করা হয়। কিন্তু জেলেদের ধরা সম্ভব হয়নি।