জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সুন্দরবনে নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় মালপত্রসহ ৪ জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসের সদস্যরা। রবিবার (১৪ আগস্ট) ভোর ৬টার দিকে বুড়িগোয়ালিনী সহকারী রেঞ্জ কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে সাপখালী খালে অভিযান চালিয়ে মালপত্রসহ ৪ জেলেকে আটক করে। এসময় ঘটনাস্থল তল্লাশি করে ১২টি নৌকা, ১ বোতল বিষ, লক্ষাধিক টাকা মূল্যের ভেষালী জাল ও কাঁকড়া ধরার জন্য ব্যবহৃত ১ হাজার পিচ আটন জব্দ করে বনকর্মীরা। আটক ৪ জেলে হলেন- কয়রা থানার দোশালিয়া গ্রামে ইমদাদুল, শাহিনুর, সিফাতুল্যাহ ও আব্দুল্যাহ। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কেএম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।
সুন্দরবনে ৪ জেলে আটক
পূর্ববর্তী পোস্ট