
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কালিরখাল এলাকায় নদীতে প্রজনন মৌসুমে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ৮ জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন অফিসের সদস্যরা। রোববার (২৬ ফেব্রুয়ারী) রাত ৩টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের কালিরখাল এলাকা থেকে কাঁকড়া সহ জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ৪টি নৌকা ও আহরনকৃত ৩০০ কেজি কাঁকড়া সহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে বনকর্মীরা। জব্দকৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়েছে।
আটক জেলেরা হলেন- উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামে মোঃ আব্দুল করিম, আল-মামুন ইসলাম, নজরুল ইসলাম, ইয়ারুল ইসলাম, মোঃ নূর ইসলাম, আবু হাসান গাইন, মোঃ রবিউল ইসলাম ও শাজাহান আলী।
এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, প্রজনন মৌসুমে সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে কাঁকড়া ধরার অপরাধে ৮ জেলেকে আটক করে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।