
শ্যামনগর প্রতিনিধি:
সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে অভয়ারন্য এলাকায় মাছ ধরার সময় পুষ্পকাটি বন টহলফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার জাল ও নৌকা আটক করেছে। রোববার (১২ মার্চ) সকাল ৯টার সময় পুষ্পকাটি টহলফাঁড়ির ওসি রাশিদুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের জলঘাটা নামক স্থান হতে জাল ও নৌকা আটক করার সময় জেলেরা সুন্দরবনে পালিয়ে যায়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, অভয়ারন্য এলাকায় মাছ ধরার সময় অভিযান চালানো হয়। এসময় অর্ধলক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল ও নৌকা আটক করা হলেও জেলেদের আটক করা সম্ভব হয়নি।