
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বাঘের হামলায় মন্টু গাজী (৫২) নামে এক মৌয়াল নিহত হয়েছেন বলে পরিবার ও ফিরে আসা সহযোগীদের কাছ থেকে জানা গেছে। গত ২০ এপ্রিল বৃহস্পতিবার রাত ১১টার দিকে গহিন সুন্দরবনে তালপট্টি সংলগ্ন চরের খাল নামক স্থানে ওই মৌয়াল বাঘের হামলার শিকার হন তাদের দাবী। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের সাবুত আলী গাজীর পুত্র। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধারের জন্য পদক্ষেপ নেওয়া হয়নি সংশ্লিষ্ট বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। নিহত মন্টু গাজীর সহযোগি নজরুল কয়াল জানান, গত ১লা এপ্রিল বুড়িগোয়ালিনী বনস্টেশন হতে রুহুল আমিন মালির নামে পাস নিয়ে ১০জন মৌয়াল মধু সংগ্রহের জন্য সুন্দরবনে প্রবেশ করে। বনবিধি উপেক্ষা করে গত ১৯ এপ্রিল বুধবার তারা ভারতের সীমানায় প্রবেশ করে ট্রলার গাং নামক স্থানে মধু আহরণ করতে থাকে। এক পর্যায়ে ভারতীয় বনরক্ষীদের ধাওয়া ক্ষেয়ে মালামাল ফেলে তারা সুন্দরবনে লুকিয়ে পড়ে। পরবর্তীতে অবস্থা বুঝে গেওয়া কাঠের ভেলা তৈরী করে রাতেই ছায়া নদী পেরিয়ে বাংলাদেশ সীমান্তে চলে আসে এবং তালপট্টী সংলগ্ন চরের খাল নামক স্থানে অবস্থান করা কালীন বাঘের হামলার শিকার হন। এ ঘটনায় মন্টু গাজীকে বাঘে ধরে বনে নিয়ে যায়। অনাহারে দুইদিন সুন্দরবনে গাছে অবস্থান করার পরে অন্য একটি নৌকাযোগে গত শনিবার অন্য সবাই বাড়ীতে ফিরে আসে। মন্টুর স্ত্রী ছফিরুন্নেছা জানান, ফিরে আসা সহযোগিদের কাছে জানতে পারি তার স্বামীকে বাঘে নিয়ে গেছে। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা।
বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) নূর আলম জানান, লোক মুখে মন্টু গাজী বাঘের হামলায় নিহত হয়েছেন এ খবর শুনেছি তবে ওই মৌয়ালদের কোন বৈধ পাস না থাকায় মরাদেহ উদ্ধারের ব্যবস্থা করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, লোক মুখে মন্টু গাজী বাঘের হামলায় নিহত হওয়ার খবর শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।