
শেখ আব্দুল হাকিম/জিয়াউর রহমান,শ্যামনগর থেকে: সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে বরফ ভর্তি একটি নৌকা আটক করেছে বুড়িগোয়ালিনীর রেঞ্জ অফিসের সদস্যরা। তবে, বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জেলেরা সুন্দরবনে পালিয়ে যায়। রোববার রাত ৩ টার দিকে সুন্দরবনে মহাসিনের হুলো নামক স্থানে বুড়িগোয়ালিনীর বন ষ্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ জেলেরা অবৈধভাবে সুন্দরবনে নদীতে মাছ ধরার খবর গোপনে জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বরফ ভর্তি একটি নৌকা ও লক্ষাধিক টাকা মূল্যর ২টি পাটা জাল জব্দ করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।