
শেখ আব্দুল হাকিম/জিয়াউর রহমান শ্যামনগর থেকে: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের কাঠেশ্বর টহল ফাঁড়ির সদস্যরা সুন্দরবনে রাস মেলা উপলক্ষ্যে নিয়মিত টহল দেওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কাঠেশ্বর বন টহল ফাঁড়ির ওসি মোঃ ইফতেখার রাজার নেতৃত্বে সদস্যরা সুন্দরবনে ছোট সোরার খাল এলাকায় মাটির ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪টি দেশী তৈরী আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ প্রতিবেদককে জানান, কাঠেশ্বর টহল ফাঁড়ির সদস্যরা সুন্দরবনে টহল দেওয়ার সময় ছোট সোরার খাল পাড়ে গোল গাছের নিচে লাল পলিথিন দেখতে পেয়ে সেখানে যায়। এবং দেখে শুকুর মাটি ওলোট পালট করায় পলিথিন বেরিয়ে যায়। বন সদস্যরা পলিথিন টান দিলে ভারী লাগে। তখন মাটি খুড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪টি দেশী তৈরী আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব ৬ এর একটি আভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবিষয়ে খুলনা বিভাগীয় বন সংরক্ষক (ডিএফও) আবু নাসের মোঃ মহসীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস মেলা উপলক্ষ্যে সুন্দরবনে বন বিভাগের সদস্যরা টহল দেওয়ার সময় মাটির নিচ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে শ্যামনগর থানায় জমা দেওয়া হয়েছে। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।