
শ্যামনগর ব্যুরো: বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের আওতায় সকল নদ-নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারী করেছেন। ইতোমধ্যে গত ২৪ জুন থেকে মাছ ধরার জন্য জেলেদের অনুমতি পত্র প্রদান বন্ধ করা হয়েছে। মাছের প্রজনন বৃদ্ধির জন্য আগামী ১লা জুলাই থেকে ৩০ আগষ্ট দুই মাস পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকবে-তথ্য সংশি¬ষ্ট বন বিভাগের।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম,এ হাসান বলেন, সুন্দরবনে ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প¬ানস (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী প্রতি বছরের ১লা জুলাই থেকে ৩০ আগষ্ট পর্যন্ত সুন্দরবনে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে। মাছের প্রজনন মৌসুমে জেলদের অনুমতি পত্র বন্ধ করা হয়েছে। তবে, জেলেরা নদ-নদীতে কাঁকড়া আহরণ করতে পারবেন। আগামী ৩০ জুনের পরে যদি কোন জেলে সুন্দরবনে অবস্থান করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাছের প্রজনন বৃদ্ধিতে নদীতে টহল জোরদার করা হবে তিনি জানান।