জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে নদীতে কাঁকড়া প্রজনন মৌসুমে মাছ ধরার অনুমতি নিয়ে অবৈধভাবে কাঁকড়া শিকারের সময় মালপত্রসহ তিন শিকারীকে আটক করেছেন বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা। বুধবার(২১জানুয়ারি) ভোর ৪টার সময় বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের পুষ্পকাটি তালতলীর চরের খাল অভয়ারন্য এলাকা থেকে শিকারীদের আটক করে। এসময় ১টি নৌকা, শতাধিক কাঁকড়া শিকারের আটন ও মাছ ধরার বড়শি, দোন-সুতা সহ আনুসঙ্গিক মালপত্র জব্দ করা হয়।
আটক তিন শিকারী হলেন- শ্যামনগর থানার সেন্ট্রল কালিনগর গ্রামের আজাহারুল ও কয়রা উপজেলার পাথরখালী গ্রামের হাসানুর গাইন ও আব্দুল সানা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসএিফ) মোঃ মশিউর রহমান বলেন, আট কাঁকড়া শিকারীদের আদালতে প্রেরণ করা হয়েছে।