সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি : পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জে কৈখালী কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের বনদস্যু নির্মুল অভিযানে একটি নৌকা আটক করেছে। রোববার গভীর রাতে সুন্দরবনের হোগলডুরি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি নৌকা আটক করে কোস্টগার্ড সদস্যরা। কৈখালী কোস্টগার্ড পেটি অফিসার আমির হোসেন সত্যতা স্বীকার করে বলেন, নিয়মিত অভিযানে একটি নৌকা আটক করে কৈখালী বন অফিসে হস্তান্তর করা হয়েছে।
অপর এক অভিযানে সুন্দরবন স্মার্ট পেট্টল টিমের দলপতি এস ও নাসির উদ্দীনের নেতৃত্বে স্মার্ট পেট্টল টিমের সদস্যরা তেরকাটি খাল এলাকা থেকে ২টি নৌকা আটক করে মুন্সিগঞ্জ বন অফিসে হস্তান্তর করে। এস এম নাসির উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, নৌকা আটক করার সময় জেলেরা পালিয়ে যায়।