
শেখ আব্দুল হাকিম, শ্যামনগর থেকে:
সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে নদীতে কাঁকড়া ধরার অপরাধে আব্দুল খালেক গাজী নামে এক জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা। শনিবার (৪ মার্চ) ভোরের দিকে বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে পুষ্পকাটি খাল থেকে নৌকা সহ ওই জেলেকে আটক করে।
এসময় তার কাছ থেকে একটি নৌকা সহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করে বনকর্মীরা। তিনি নওয়াবেঁকী গ্রামের মহিউদ্দীন গাজীর ছেলে। তবে এ ঘটনায় মহিউদ্দীন গাজীর অপর ছেলে রফিকুল গাজী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলামের জিম্মায় মুক্তি দেওয়া হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেকে বন আইনে (সিওআর) ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।