
শ্যামনগর প্রতিনিধি:
সুন্দরবনে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে আটক তিন জেলেকে জরিমানা করা হয়েছে। গত শনিবার (১১ মার্চ) সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন কমকর্তা নূর আলমের নেতৃত্বে সুন্দরবনের সাবখালীর খাল হতে তিন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে বন আইনে (সিওআর) ওই তিন জেলেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে গরাণ কাঠ সহ ওই তিন জেলেকে আটক করা হয়েছিল।