
সিরাজুল ইসলাম : সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
বুধবার (৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, বনদস্যু আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে শরবতখালী এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালান।
অভিযানের সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা আত্মসমর্পণের আহ্বান জানিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে ৩টি একনালা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড ফাঁকা গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় খুলনার পাইকগাছা থানার দুই বাসিন্দা- মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসানকে (২৭)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে তারা বনদস্যু আসাবুর বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি এবং অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহায়তা করে আসছিলেন।
এ ব্যাপারে পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান বলেন বর্তমানে সুন্দরবনে বনদর্শকের তৎপরতা আবারো বেড়ে গেছে আমাদের কাছে প্রতিনিয়ত খবর আসছে তিন মাস সুন্দরবনের পরের বাসা থেকে নিষিদ্ধ সে কারণে একটু তারপরে তো কম আছে এই মাস পরে সুন্দরবনের প্রবেশের অনুমতি দিলে বনদর্শীদের তাৎপরতা আরো বেড়ে যাবে সে কারণে আমরা ও আইন- শৃঙ্খলা বাহিনী আগাম প্রস্তুতি নিয়ে রেখেছি। বনজীবীদের সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা দেওয়া হবে।