শ্যামনগর থেকে:
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের বিশেষ দলের অভিযানে সুন্দরবনে অভয়ারন্য অঞ্চলে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরনের সময় ১২ জেলে আটক হয়েছে। শুক্রবার (১১ ফেব্রæয়ারী) ভোরের দিকে হারুন-অর-রশিদের নেতৃত্বে বিশেষ দলটি গহিন সুন্দরবনে ৫২ নং কম্পার্টমেন্টে আওতায় মাথাভাঙ্গা খাল হতে জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ৫টি নৌকা, ২০ কেজি মাছ ও ৮০ কেজি কাঁকড়া জব্দ করে আভিযানিক দলটি। পরবর্তীতে জব্দকৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়।
আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের আবুল হোসেন শেখেরে ছেলে সাইফুল ইসলাম (৪০), মালেক সরদারের ছেলে মোঃ গফুর সরদার(৫০), বাবর আলীর ছেলে আশরাফ হোসেন(৪১), এন্তাজ গাজীর ছেলে ইলিয়াছ গাজী(৬৫), অহেদ আলী মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা(৫০), জবেদ আলীর ছেলে আঃ জলিল(৪৭) গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত দুখে মোল্লার ছেলে ফজর মোল্লা(৭১), খলিসাবুনিয়া গ্রামে আব্দুর রশিদ সানার ছেলে আলাউদ্দীন(৩৫),আব্দুর রাজ্জাকের ছেলে হারুন(৩৫), বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মৃত শমসের আলীর ছেলে বাবুল হোসেন(৩৭) ও মোঃ হাবিবুর রহমান এবং মৃত জিয়াদ আলীর ছেলে মিজানুর রহমান (৪০)।
এবিষয়ে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম,এ হাসান বলেন, অভয়ারন্য এলাকায় প্রবেশ করে বেআইনী ভাবে মাছ ও কাঁকড়া আহরণের সময় জেলেদের আটক করে বন আইনে (সিওআর) তিন লাখ টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়েছে।