
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: পশ্চিম সুন্দরবন বনবিভাগের স্মার্ট পেট্রল টিমের সদস্যরা গহিন সুন্দরবনে ৫১নং কম্পার্টমেন্টের আওতায় বাহির মান্দার বাড়িয়া অভয়ারন্য অঞ্চলে বিনাঅনুমতিতে প্রবেশ করে মাছ ধরার সময় ৮ জেলেকে আটক করেছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে স্মার্ট পেট্রল টিমের দলপতি কৈখালী বনস্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে সদস্যরা জেলেদের আটক করে। এ সময় ৫লক্ষাধিক টাকা মূল্যের একটি ট্রলার, বরশি ও ১২০ কেজি সামুদ্রিক শাপলাপাতা মাছ সহ অন্যান্য জিনিসপত্র জব্দ করে স্মার্ট পেট্রল টিমের সদস্যরা।
আটক জেলেরা হলেন, পটুয়াখালী জেলার কলাপাড়া থানার আলিপুর গ্রামের মোঃ সেলিম, রনজিত হাওলাদার, অহিদুর আলী, মংশে, কালু হাওলাদার, কবির হাওলাদার, মিলন হাওলাদার এবং কক্সবাজার জেলার কুতুবদিয়া পাড়া গ্রামের সামসুল আলম।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, অভয়ারন্য অঞ্চলে বিনা অনুমতিতে প্রবেশ করে মাছ ধরার অপরাধে জেলেদের আটক করে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।