
শেখ আব্দুল হাকিম/ জিয়াউর রহমান: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের তালপট্টি সংলগ্ন হাড়িভাঙ্গা অভয়ারন্য খালে অবৈধ ভাবে মাছ ধরার সময় ১৬ জেলেকে আটক করেছেন স্মার্ট পেট্টল টিমের সদস্যরা। গত রোববার ভোরের দিকে স্মার্ট পেট্টল টিমের প্রধান কোবাতক বন স্টেশন কর্মকর্তা (এসও) নাসির উদ্দীনের নেতৃত্বে অপর সদস্যরা মাছ ধরা সরঞ্জাম সহ জেলেদের আটক করেন। এ সময় জেলেদের ব্যবহৃত ৪টি নৌকা, ২৫টি ড্রাম, ২৫টি জাল, ৪টি কুড়াল ও ২টি দা সহ বিভিন্ন প্রজাতির একশত কেজি মাছ জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের ইমান গাজীর ছেলে গোলাম মেস্তফা, সমশের শেখের ছেলে আব্দুর রহিম, হাবিবুর রহমানের ছেলে আবু তাহের, মুন্সিগঞ্জ গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে এনামুল হোসেন, যতীন্দ্রনগর গ্রামের ওমর আলী গাজীর ছেলে জমাত আলী, পদ্মপুকুর গ্রামের এরফান ঢালীর ছেলে নজরুল ঢালী, কালিঞ্চী গ্রামের মৃত আক্কাজ গাইনের ছেলে আব্দুর রহমান গাইন ও আব্দুর রউফ, সুন্নত ঢালীর ছেলে নূরুজ্জামান, আব্দুল জলিল গাজীর ছেলে হাবিবুর রহমান, গোলাম রব্বানীর ছেলে শহিদুল ইসলাম, আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান, আব্দুল রহমান গাইনের ছেলে রবিউল গাইন, হযরত গাইনের ছেলে ওলিউল্যাহ, ইউছুপ গাজীর ছেলে ফয়জুল্লাহ গাজী এবং রমজাননগর গ্রামের দেবেন গাইনের ছেলে শুকদেব গাইন।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান জেলেদের আটকের বিষয় সত্যতা নিশ্চিত করে বলেন, অভয়ারন্য এলাকায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে জেলেদের আটক করে বন আইনে (সিওআর) ২ লাখ টাকা জরিমানা সহ জেলেদের নিকট থেকে জব্দকৃত বিভিন্ন প্রজাতির একশত কেজি মাছ নিলামে ৩০ হাজার টাকায় বিক্রি করে সমুদয় অর্থ সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে।