
শ্যামনগর প্রতিবেদক: সুন্দরবনে অবৈধভাবে অনুপ্রবেশ করে নদীতে মাছ ধরার সময় ২টি নৌকা আটক করেছে সুন্দরবন স্মাট পেট্রল টিমের সদস্যরা। (১০ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ৬টার দিকে স্মাট পেট্রল টিমের টিম লিডার হাবিবুল ইসলাম সুন্দরবনে পায়রাটুলি নদীতে অভিযান চালিয়ে নৌকা দুটি আটক করে। তবে এসময়ে কোন জেলেকে আটক করা যায়নি।
সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।