
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: পশ্চিম সুন্দরবন বন বিভাগ স্মার্ট পেট্টল টিমের সদস্যরা মান্দার বাড়িয়া নিষিদ্ধ এলাকায় মাছ ধরার সময় ট্রলার সহ ৯ জেলেকে আটক করেছেন। শুক্রবার ভোর ৬টার দিকে স্মাট পেট্টল টিমের দলপতি রেজাউল করিমের নেতৃত্বে অপর সদস্যরা মালামাল সহ জেলেদের আটক করেন। আটক জেলেরা হলেন- বাগের হাট জেলার রামপাল থানার ইসলামাবাদ গ্রামের মৃত আক্কেল ফকিরের ছেলে ইব্রাহিম ফকির, আব্দুস সামাদের ছেলে পলাশ ও পেরিখালী গ্রামের আজগর এবং একই থানার ঝিলা অনুকাতা গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে ফজের আলী বিশ্বাস, সিলা গ্রামের মৃত মমতাজ সরদারের ছেলে নুরুল আমিন সরদার, হলদে বুনিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে গণি আমতলা গ্রামের নুর ইসলাম শেখের ছেলে রফিকুল শেখ, চাঁদপাই গ্রামের সুজনের ছেলে জাহাঙ্গীর এবং গৌরি গঙ্গা গ্রামের মোঃ মোজাম্মেল হাওলাদারের ছেলে মাহি হাওলাদার।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে দুটি ট্রলার ও মাছ ধরার সরঞ্জাম সহ ৯ জেলেকে আটক করে শনিবার আদালতে প্রেরণ করা হবে।