উপকূলীয় নারীদের মাঝে ম্যানগ্রোভ বনায়ন তৈরি ও সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষা বিষয়ক লিডার্সের ২ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারা বিশ্বে বৈশ্বিক উষ্ণতা দিন দিন বেড়েই চলেছে। উপকূলীয় অঞ্চলে নারীদের সুন্দরবনের উপর নির্ভরতা কমাতে এবং সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষা করতে এবং ম্যানগ্রোভ বনায়ন তৈরিতে সক্ষমতা বৃদ্ধি ও যৌথ উদ্যোগ গড়ে তুলতে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর যৌথ উদ্যোগে "সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষা" শীর্ষক ২ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লিডার্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপকূলের বন্ধু শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোছাঃ রনী খাতুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি, জনাব মোঃ আবদুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ নাজমুল হুদা, ভেটেরিনারি সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস। কর্মশালায় সভাপতিত্ব করেন লিডার্সের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ শওকৎ হোসেন, প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন পিরামিন ইসহাক, প্লানটেশন অফিসার, সামাজিক বন বিভাগ, শ্যামনগর, সাতক্ষীরা। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন টিম লিডার রেখা খাতুন, টিম লিডার অসিত মণ্ডল, প্রকল্পের হিসাব রক্ষক মিলন মণ্ডল, টেকনিকাল অফিসারসহ লিডার্সের অন্যান্য কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জনাব মোছাঃ রনী খাতুন বলেন, সুন্দরবন আমাদের মায়ের মত আগলে রাখে, যেকোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে, সুন্দরবনকে রক্ষা করার দায়িত্ব আমাদের এবং তিনি সুন্দরবনের যেকোনো ধরণের জীব হত্যা থেকে বিরত থাকা এবং নদীর চরে, বাঁধের বনায়ন তৈরির উপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় উপকূলীয় নারীদের ম্যানগ্রোভ বনায়ন তৈরি, জায়গা নির্বাচন, বীজ সংরক্ষন, সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষা বিষয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা তৈরি করা হচ্ছে। এ উদ্যোগ উপকূলীয় নারীদের ম্যানগ্রোভ বনায়ন তৈরিতে দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন, এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
লিডার্সের এ উদ্যোগ সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষা এবং উপকূলীয় অঞ্চলের নদীর চরে বনায়ন তৈরিতে এটি উল্লেখযোগ্য অবদান রাখবে।