জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ বন বিভাগ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিন সুন্দরবনে অভিযান চালিয়ে অভয়ারণ্যে মাছ ধারার সময় ৫ জেলেকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নটাবেকী অভয়ারণ্য এলাকার রায়মঙ্গল বাওনে নদীতে থেকে তাদের আটক করা হয়। এসময় জেলেদের নৌকা তল্লাশি করে ৭টি নোঙর, ১টি নৌকাসহ পাঁচ জন জেলেকে আটক করে বন কর্মীরা।
আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও রমজাননগর ইউনিয়ন টেংরাখালী, গোলাখালী ও কালিঞ্চী গ্রামের আজিবর গাজী, রফিকুল সরদার, জাহিদুল ইসলাম, রেজাউল করিম ও দুখে মন্ডল।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক ঘটনার সত্যতা নিম্চিত করে বলেন, সুন্দরবনের অভয়ারণ্যে এলাকায় মাছ ধরার সময় পাঁচ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ২০ কেজি মাছ, নৌকাসহ নোঙর জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পিওআর মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।