
নজরুল ইসলাম,তালা: সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে তালায় বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) জুম্মার নামাজের পরে তালা আদর্শ যুব সংঘের আয়োজনে তালা পুরাতন বিদে হাই স্কুল মাঠ সংলগ্ন তিনরাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা পরিষদ সদস্য ও তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন। বক্তব্য রাখেন তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাও. তাওহিদুর রহমান, তালা কাসেমুল উম্মুল মসজিদের ইমাম মাও. আবু সাঈদ, মাগুরা বাজার মসজিদের ইমাম মাও. কবিরুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. তাওহিদুর রহমান। পবিত্র জুম্মা নামাজ শেষে বিভিন্ন মসজিদসহ আশে পাশের এলাকা হতে শতশত ধর্মপ্রান মুসলমান এ প্রতিবাদ সভায় অংশ গ্রহন করেন। উল্লেখ্য, তালা আদর্শ যুবসংঘ, মেলা বাজার শাহী মসজিদ, উপজেলা তাওহীদী জনতার ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।