আব্দুর রহমান: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ছয়টি স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার (২৬ আগস্ট) বেলা বারোটার দিকে স্বর্ণসহ আটক পাচারকারীর নাম ফারুক হোসেন (৪২)। তিনি কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের কিতাব আলীর ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির এলাকাধীন মেইন পিলার ১৩/৩-এস ৫ আরবি হতে আনুমানিক ১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে বটগাছতলা পাকারাস্তা এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার করা হবে। উক্ত তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি’র নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় ভ্যানযোগে আসা মো. ফারুক হোসেনকে আটক করে বিজিবি। পরবর্তীতে আটককৃত ভ্যানগাড়ি তল্লাশী করে ছয়টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলিগ্রাম। যার মূল্য ৫৭ লাখ,৭৩ হাজার ৭৪৩ টাকা। তিনি আরও জানান, ধৃত আসামিকে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।