
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮ টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সদস্যরা রবিবার (২৯ আগস্ট) তলুইগাছা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আহসান হাবীব এর নেতৃত্বে একটি টহলদল ভবানীপুর ঋষিপাড়া ওয়াবদা বেড়ীবাধ এর উপর অভিযান পরিচালনা করে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ৫৮,৪০,০০০/- (আটান্ন লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যের (৯৩৩ গ্রাম ১২০ মিলি গ্রাম) ৮০ ভরি ওজনের ০৮টি স্বর্ণের বারসহ মোঃ বিল্লাল হোসেন (৩৭), পিতা- মৃত আমির আলী সরদার, গ্রাম-উত্তর তলুইগাছা, ডাকঘর-কুশখালী, থানা ও জেলা- সাতক্ষীরাকে আটক করে। আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি আসামীসহ স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।