আইয়ুব আলী, শ্যামনগর থেকে: শ্যামনগর বসত ভিটায় সবজি চাষের জনপ্রিয়তা বাড়াতে পিসিআরসিবি প্রকল্প ফেইজ-২ ও উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে মুন্সীগঞ্জ সিসিডিবির অফিসে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের পরে অংশগ্রহণকারি কৃষকদের মাঝে বীজ ও জৈব সার বিতরণ করেন। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল গ্রামীণ কৃষক ও গৃহস্থালির সদস্যদের তাদের বাড়ির আশপাশের ফাঁকা জায়গায় সবজি চাষের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা। তিনি বলেন, “বসত ভিটায় সবজি চাষ বাড়ির পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত আয়েরও সুযোগ সৃষ্টি করে। এ ধরনের উদ্যোগ ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।” তিনি সিসিডিবিকে এধরণের কাজের জন্য ধন্যবাদ দেন।
বিশেষ অতিথি উপসহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন তাঁর বক্তব্যে জৈব সার ব্যবহারের সুবিধা এবং এর মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধির বিষয় তুলে ধরেন। তিনি বলেন, “জৈব সার ব্যবহারে মাটির গুণাগুণ বাড়ে এবং এতে উৎপাদিত সবজি স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর হয়।” কর্মসূচির অংশ হিসেবে ৩০ জন স্থানীয় কৃষক ও গৃহস্থালির মাঝে উন্নতমানের সবজি বীজ ও জৈব সার বিতরণ করা হয়। এছাড়া, প্রশিক্ষণে সবজি চাষের বিভিন্ন পদ্ধতি, জৈব সার ব্যবহারের উপায় এবং সার কীভাবে মাটির গুণাগুণ বৃদ্ধি করতে সহায়তা করে তা নিয়ে আলোচনা করা হয়। এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুজন বিশ্বাস, উপজেলা সমন্বয়কারী, সিসিডিবি, শ্যামনগর। আরও উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, দিল আফরোজ, কংকন বৈরাগী এবং কর্মসূচি সঞ্চালনা করেন জগদীশ সরদার।
সিসিডিবির পক্ষ থেকে প্রশিক্ষণের পর জৈব সার বিতরণ
পূর্ববর্তী পোস্ট