হাবিবুর রহমান: নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার ও ওসির সামনেই জমি দখল ও হত্যার হুমকির ঘটনা ঘটলেও কোন ব্যবস্থা নেয়নি তারা। উল্টো অবৈধ দখলে তাদের সহযোগীতার অভিযোগ এনেছেন নির্যাতিত জাহাঙ্গীর ও তার পরিবার।
বিভিন্নস‚ত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে জমি দখল কেন্দ্রকরে একের পর এক হামলার ঘটনায় দিশেহারা লিয়াকত আলী শেখ ও তার পরিবার। এদিকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে সহায়তা চাওয়ার পরও কোন আশানুরূপ ফল হয়নি। অন্যদিকে নালিশী জমিতে তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারি মনিরুজ্জামান নিজের নামে ও তার শ্বাশুড়ীর নামে বিরোধপ‚র্ন ওই জমির কিছু অংশ অন্য পক্ষ থেকে ক্রয় করে। অভিযোগ আছে মনিরুজ্জামানের কথা ভেবে নির্বাহী অফিসার এ বিষয়ে চুপ থেকেছেন। সর্বশেষ গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে বাদী-বিবাদী উভয় পক্ষকে ডেকে পাঠানো হয়। কিন্তু সেখানে সিরাজুল-মশিউররা উল্টো তালা উপজেলা নির্বাহী অফিসার ও ওসির সামনে জমি দখলসহ মারপিটের হুমকি দেয়া হয়।
নালিশী ভ‚মিনিয়ে বিজ্ঞ তালা সহকারী জজ আদালত সাতক্ষীরায় দেওয়ানী- ৫৮/১৪ নং একটি বাটোয়ারা মামলা চলমান থাকা সত্বেও উক্ত সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত জমি দখল করার পায়তারা করে আসছেন। বিজ্ঞ উচ্চ আদালতে একটি মামলা চলমান থাকলেও নালিশি জমি জবরদখল ঠেকাতে লিয়াকত আলী সেখ দিং বাদী হয়ে ১. গোলজার সরদার, মশিয়ার সরদার পিতা মৃত নুর আলী সরদার সাং বারুইহাটি সহ ১৫ জনকে বিবাদী করে বিজ্ঞ তালা সিনিয়র সহকারী জজ আদালত সাতক্ষীরায় দেওয়ানি- ১/২২(তালা) নং একটি সুট ফর ইনজাশন (নিষেধাজ্ঞা) মামলা দাখিল করেন। উক্ত মামলায় বিজ্ঞ বিচারক সাবরিনা চৌধুরী মামলার বাদী পক্ষের প্রার্থনা মোতাবেক বিবাদী পক্ষ হাজির হইয়া আপত্তি দাখিল অন্তে, দোতরফা শুনানি না হওয়া কালতক নালিশি জমিতে দখল বিষয়ে উভয় পক্ষকে স্থিতি অবস্থা(স্ট্যাটাস কো) বজায় রাখার নির্দেশ প্রদান করেন। উক্ত আদেশের অনুলিপি সকল বিবাদী গন নোটিশ প্রাপ্ত হয়েছেন। এবং মিস আপিল মামলা যার নং ১৫/২২ এর ধার্য দিন আগামী ২১/০৮/২২ তারিখ অতিরিক্তি জেলা দায়রা জর্জ(২) এর আদালতে। এরই মধ্যে আগামী ৪ আগস্ট বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভ‚মি) তালা আদালতে মিস কেস নং ৪৫/২১-২২ এ লিয়াকত আলী শেখদের ওয়ারেশ জাকির হোসেন শেখ, মোছাঃ শামছুন নাহার, জিয়ারুল হোসেন আকিমুদ্দিনের জমির মালিকানার বিষয়ে স্বীকারোক্তির দাখিল করবেন। জমি হাতছাড়া হয়ে যাবে দেখে গত ৩১ আগস্ট রবিবার আদালতের স্থিতি অবস্থা (স্ট্যাটাস কো) আদেশ থাকার সত্বেও গোলজার সরদার, তার আপন ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, আরেক ভাই যুবলীগের তালা উপজেলা সভাপতি সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সংঙ্গবদ্ধ হয়ে জমি দখল করার চেষ্টা করেন। সেদিন জমি দখলে ব্যর্থ হয়ে মারপিট করে ৪ জনকে আহত করে। সেখানে পুলিশের ভ‚মিকা প্রশ্ন বিদ্ধ ছিলো।
মেম্বার জাহাঙ্গীর জানান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের আজ (মঙ্গলবার) বিকাল ৪টায় তালা ইউএনও অফিসে দেখা করতে বলেন। সব পক্ষ সেখানে উপস্থিত হলে সেখানে কোন মিমাংসাতো হয়নি। উল্টো কাল (বুধবার) আবার ওই জমি দখল করতে যাবে বলে হুমকি দেয়। তখন সিরাজুল ওসি ও ইউএনওকে বলেন আপনাদের বলে রাখলাম কাল জমি দখল করতে যাব। কেউ বাধা দিতে গেলে তাদের মেরে শুইয়ে দেবো। ইউএনও ও ওসির সামনে এতবড় হুমকি স‚চক কথা প্রতিবাদ না করে উল্টো তারা মৌন সমর্থন জানান।
সিরাজুল এ বিষয়ে জানান, আজ (মঙ্গলবার) ইউএনও অফিসে আমাদের ডেকেছিলো। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যার যার অবস্থানে শান্তি বজায় রাখতে নির্দেশনা দিয়েছেন। তবে আবারও জমি দখল ও হামলার হুমকির ঘটনা তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে জানতে তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ স্থাপন সম্ভব হয়নি।