নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার কৃতি সন্তান স্বাস্থ্য খাতে দূর্ণীতিবাজদের ত্রাস সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন বর্তমান যশোর জেলার সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীনের প্রচেষ্টায় সিভিল সার্জন অফিস ক্যাটাগরিতে যশোর সিভিল সার্জন অফিস সারাদেশের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কার প্রথম স্থান অর্জন করেছে। ৮ই অক্টোবর প্যান প্যাসিফিক সোনারগাও হোটেলে একটি অনুষ্ঠানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীনের হাতে
পুরষ্কার প্রদান করেন। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে কেশবপুর,অভয়নগর,মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সহ যশোর জেলার ৫ টি প্রতিষ্ঠান এ পুরষ্কার অর্জন করেছে। উল্লেখ্য ডাঃ শেখ আবু শাহীন সাতক্ষীরায় সিভিল সার্জনের দায়িত্ব পালনকালে দূর্ণীতিবাজদের মূলোৎপাটন করে সাতক্ষীরা সদর হাসপাতালে সর্বোচ্চ রাজস্ব আয় করেন।