প্রেস বিজ্ঞপ্তি: শুক্রবার (০২ ডিসেম্বর) সকাল ৯:৩০ ঘটিকায় গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের আয়োজনে একশনএইড বাংলাদেশ সহযোগিতায় সিডো সংস্থা’র বাস্তবায়নে একশন ফর ট্রান্সফরমেশন (এফরটি) প্রকল্পের আওতায় সাতক্ষীরা ইয়ূথ হাবে ২ দিন ব্যাপী নারীবাদ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা থেকে ২৫ জন তরুণ-তরুণী উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্দেশ্য, নারীবাদ প্রাথমিক ধারনা, জেন্ডারের ধারনা, নারীবাদের ধারা সমুহ, সমাজতান্ত্রিক ও মার্কসবাদী নারীবাদ, বৈপ্লবিক নারীবাদ, বৈষম্য, সমতা, নায্যতা, , জেন্ডার ও সেক্স এর পার্থক্য, ক্ষমতা বা পাওয়ার কি, জেন্ডার ভুমিকা ও জেন্ডার শ্রম বিভাজন, জেন্ডার সংবেদনশীলতা ইত্যাদী বিষয় নিয়ে আলোচনা করা হয়।
যুব নেতৃত্বে নারীবাদ বিষয়ের প্রয়োজনীয়তা তরুনদের ভুমিকা এবং সচেতনতা সৃষ্টিতে কি করণীয় সে বিষয়ে আলোচনা করা হয়। গ্রুপওয়ার্ক উপস্থাপনা ও এবং আগামীর কর্ম পরিকল্পনা তৈরী করা হয়।
প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন ইয়ূথ লিডার মো: মাসুদ রানা, সিফাত হোসেন, শাহনাজ পারভীন। উপস্থিত ছিলেন সিডোর নির্বাহী প্রধান শ্যমল কুমার বিশ^াস, প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান (তহিদ), একশন এইড বাংলাদেশ এর ইন্সপিরেটর জিসান মাহমুদ , । চন্দনকুমার বৈদ্য, ফিন্যান্স অফিসার আলতাপ হোসেন, রুবিনা খাতুন প্রমুখ।