প্রেস বিজ্ঞপ্তি: আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহারুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে অসুস্থ্যতাজনিত কারণে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন তিনি। (ইন্না---রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। মরহুমের মৃত্যুতে এমপি রবি বলেন, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক মো. সাহারুল ইসলামের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ কর্মীকে হারাল। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এদিকে সাহারুল ইসলামের মৃত্যুতে তার নিজ আলিপুরসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।