নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় এই সর্বপ্রথম সাতক্ষীরা বাইপাস সড়কে সাহারা ফুড ভ্যালি ও ফুটকোডের শুভ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন খাদ্য ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময়। আজ শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা টাইগার প্লাসে সাহারা ফুড ভ্যালির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসাতক্ষীরা প্রবাহের সম্পাদক ও মুক্তিযুদ্ধা সংহতি পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএম নাজমুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন প্রজেক্ট ইন্জিনিয়ার শেখ আব্দুল্লাহ, বকচারা মোড়ের দক্ষিণ পার্শ্বে বাইপাস সড়ক সংলগ্ন সাতক্ষীরা। স্কয়ার ফিট অনুযায়ী দোকান নেয়ার সুবিধা। একের অধিক দোকান নেয়া যাবে। ফুড সংক্রান্ত ব্যবসা করা যাবে। কাষ্টমার/গেষ্টদের বসার জন্য ৩২০০ স্কয়ার ফিট জায়গা থাকবে। মহিলা/পুরুষ আলাদা টয়লেট ব্যবস্থা। নিজস্ব জেনারেটর সুবিধা পার্কিং সুবিধা। সব ক্ষণিক পানির সুবিধা। নিরিবিলি মনোরম পরিবেশ। ৩-১২ বছরের বাচ্চাদের জন্য গেমিং জোন সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে।