
পাইকগাছা প্রতিনিধি : খুলনা-৬ পাইকগাছা-কয়রা’র সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, নিজ এলাকার গরীব ও দুস্থ নিরীহ মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করেছি। অসচ্ছল মানুষগুলো এখন শীতে কষ্ট করছেন। এসব অসচ্ছল শীতার্ত মানুষদের পাশে আমরা সব সময়ে আছি, থাকব। তিনি সমাজের বিত্তবান, সম্পদশালী ও বিভিন্ন প্রতিষ্ঠাকে সমাজের অসহায় শীতার্তদের সহযোগিতা করার আহ্বান জানান। একইসাথে নেতাকর্মীদের খুঁজে খুঁজে অসহায়, অসচ্ছল মানুষদের বের করে তাদের পাশে থাকার নির্দেশনা দেন। এসময়ে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। বুধবার দুপুরে শিববাটী নিজ অফিস কার্যালয়ে সরল জিরোপয়েন্টস্থ পাইকগাছা ভ্যানচালক শ্রমজীবী সমবায় সমিতি লিঃ ও পাইকগাছা- কপিলমুনি মোটর সাইকেল সমিতির সদস্যদের এবং অসহায় পঙ্গুদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসকল কথা বলেন। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমিরণ সাধু, পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ দাউদ শরীফ, কৃষকলীগের সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগের আজিজুল হাকিম, মহিলা ইউনিয়ান আ’লীগের সভাপতি খুকু মনি, পৌর জুলি শেখ, যুবলীগের তছলিম হুসাইন তাজ, দিপংকর মন্ডল, শফিকুল ইসলাম, আল ইদ্রিস, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, পাইকগাছা ভ্যানচালক শ্রমজীবী সমবায় সমিতি লিঃ সভাপতি মোঃ তহিদুর গাজী, সাধারণ সম্পাদক শেখ শাহাবুদ্দীন, পাইকগাছা- কপিলমুনি মোটর সাইকেল সমিতির সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব সহ সমিতির সকলবৃন্দ ও নানা শ্রেণী-পেশার মানুষ।