সাতনদী ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ. ফ. ম. রুহুল হক’র সহধর্মিণী মিসেস ইলা হক গত বুধবার (১২ আগস্ট) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ১ পুত্র ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, ১ কন্যা ডা: মেহজাবিন হক জেবা, জামাতা ডা: কামরুজ্জামান মন্টুসহ অসংখ্য শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ি,তিনি দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যায় অসুস্থ হয়ে দেশ-বিদেশের নামী দামি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করে আসার এক পর্যায়ে সম্প্রতি গুরুতর অসুস্থ হলে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্বামী অধ্যাপক ডা: রুহুল হক এমপিসহ সকলকে কাঁন্নার সাগরে ভাসিয়ে পরপারে গমন করেছেন।
দাফন সম্পন্ন: সাতক্ষীরা- ৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডাঃ আফম রুহুল হক’র সহধর্মীনি ইলা হক এর দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আছর নলতা শরীফ শাহী জামে মসজিদে নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নামাজে যানাজা পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের হাফেজ আলহাজ্জ শামসুল হুদা।
নামাজ শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, খতিব আলহাজ্জ মাওঃ আবু সাইদ। নামাজে যানাজায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা- ৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডাঃ আফম রুহুল হক, সাতক্ষীরা- ১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ মোস্তফা লুতফুল্লাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, সাবেক অধ্যক্ষ ও দৈনিক কালের চিত্রের সম্পাদক আবু আহমেদ, দৈনিক পত্রদূত সম্পাদক লায়লা পারভীন সেজুতি, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মুজিবর রহমান, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হক ছোট, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ এনামুল হক খোকনসহ কর্মকর্তা-কর্মচারী, এমপি পুত্র ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান খোকন, সমাজ সেবক তারিকুল ইসলাম সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের মুসুল্লিবৃন্দ।দাফনের পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জালী নিবেদন করা হয়।
বিভিন্ন মহলের শোক জ্ঞাপন: মিসেস ইলা হকের মৃত্যুতে সাতক্ষীরার নলতাসহ দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জ্ঞাপনকরেছেন বিভিন্নজন।
এদিকে ইলা হকের আকর্ষিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। দলের জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ এবং সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এক বিবৃতি ইলা হকের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া তাৎক্ষণিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
অধ্যাপক ডা. আ. ফ. ম. রুহুল হক’র সহধর্মিণী মিসেস ইলা হকের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মোজাফ্্ফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ-সম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, হাবিুবর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল হাসান, মোহাম্মদ আলী সুজনসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
শোক জানিয়েছেন সাতক্ষীরা- ১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ মোস্তফা লুতফুল্লাহ, সাতক্ষীরা- ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন।
সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি'র সহধর্মিণীর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের সাতক্ষীরা জেলা সভাপতি মনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ মোস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসন, সাতক্ষীরা জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগ, আশাশুনি উপজেলা আওয়ামীলীগ, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগ, তালা উপজেলা আওয়ামীলীগ, কলারোয়া উপজেলা আওয়ামীলীগ, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: এনামুল হক খোকন সহ মিশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নলতা ইউনিয়ন আওয়ামী, নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেল্থ ফাউন্ডেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নলতা শরীফ প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা, চিকিৎসক, ব্যাংকার, ব্যবসায়ী, এনজিওকর্মী, সহ নানা শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।