
তালা প্রতিনিধি: সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. হাবিবুল ইসলাম হাবিব শারিরীক ভাবে অসুস্থ্য হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল তালার মাগুরা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সম্মেলন চলাকালীন তিনি অসুস্থ্য হয়ে পড়েন। প্রথমে তিনি সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের সুস্থ্যতা কামনায় বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম,সি:সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান,সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম,এ মান্নান,সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, কার্যনির্বাহী সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম,যমুনা টিভির জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলাম, বি.এম বাবলুর রহমান, মো:বাহারুল ইসলাম, মো: সোহাগ হোসেন মোড়ল, এ্যাড: কবির আহমেদ, এস.এম জহর হাসান সাগর, সাধারণ পরিষদ সদস্য কাজী ইমদাদুল বারী জীবন,মো: লিটন হুসাইন, মো: হাফিজুর রহমান,শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল ইসলাম বিপ্লব,খাঁন আল-মাহবুব হুসাইন,পার্থ প্রতিম মন্ডল,মো: সাগর মোড়ল, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু, জাহিরুল ইসলাম প্রমুখ। বিবৃতিদাতারা সাবেক সাংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিবের দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন।