
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আলহাজ¦ এম এ জব্বার আর নেই। তিনি মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ৪ মেয়ে ও ৩ পুত্র সন্তানের জনক ছিলেন।
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন জানান, তিনি দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন। পরবর্তীতে সুস্থ হয়ে বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে অসুস্থ্য বোধ করলে ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হলে সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মোজাফ্্ফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থসম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য কালিদাস রায়, হাবিুবর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল হাসান, মোহাম্মদ আলী সুজনসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।