প্রেস বিজ্ঞপ্তি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯ তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় দোয়ানুষ্ঠানের আয়োজন করে জেলা শ্রমিকদল। বুধবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় জেলা শ্রমিকদলের অস্থায়ী কার্যালয়ে উক্ত দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সহ সভাপতি শেখ আব্দুল আজিজ মিলন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ হোসেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শেখ মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ ইয়াছিন আলী জুয়েল। সাতক্ষীরা পৌর শ্রমিক দলের সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাফ হোসেন সহ জেলা শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাটের মোড় জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ শাহরিয়ার কবীর। দোয়া অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে এবং দেশ, জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন শ্রমিক নেতৃবৃন্দ।