নজরুল ইসলাম, তালা থেকে:
সাতক্ষীরার প্রবীণ রাজনীতিবিদ ও সাহিত্যিক সৈয়দ দিদার বখত্ এর নতুন ধারার “আনন্দী প্রেরণা” বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়ামের প্রভাবশালী সদস্য,সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও প্রবীণ সাংবাদিক হিসেবে ইতিমধ্য সুনাম কুড়িয়েছেন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীর রজনীগন্ধা ভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধ গোলাম মোহাম্মদ কাদের এমপির এর কার্যালয় এ এই নতুন ধারায় লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মেচন করেন,জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এড. রেজাউল ইসলাম ভুঁইয়া,প্রেসিডিয়াম সদস্য আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান (আদেল) এমপি, কেন্দ্রীয় নেতা জেসমিন নূর প্রিয়াংকা. ভিন্ন মাত্রা প্রকাশনীর মোঃ মাসুম বিল্লাহ,তালা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ডা: আবুল বাশার।
জননেতা সৈয়দ দিদার বখত্ সাতক্ষীরা জেলার তালা উপজেলা তেঁতুলিয়া গ্রামের মোঃ ঐতিহ্যবাহী হাসেমী পরিবারের মরহুম শরফুদ্দীন হাসেমীর ছেলে । তিনি জাতীয় পার্টির একজন অন্যতম প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী, ও লেখক সাহিত্যিক ও সাংবাদিক।
এসময় বইয়ের লেখক সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননেতা সৈয়দ দীদার বখত বলেন, তরুণদের উদ্দেশ্য করেই বইটি লেখা হয়েছে। তরুন প্রজন্ম যেন ইতিবাচক দৃষ্টিতে এগিয়ে চলে। তাদের মধ্যে যেন দেশপ্রেম জাগ্রত থাকে সেজন্যই বইটি প্রকাশ করা হয়েছে। বইয়ে লেখকের মহান ভাষা আন্দোলনে অবদানের একটি অংশ সন্নিবেশ করা হয়েছে। এর আগে আরো চারটি বই তিনি লিখেছেন এবং তার লেখা ইতিমধ্যে দেশের বই প্রেমিকদের হৃদয় আকৃষ্ট করেছে। সর্বশেষ আনন্দী প্রেরণা এবছর ২০২৩ শের বই মেলায় সাড়া ফেলেছে দেশ ও বিদেশী পাঠকের কাছে।