
কামরুল হাসান।। বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ২৪ জুলাই তালার মাগুরায় দলীয় কাউন্সিল চলাকালে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সন্ধ্যায় সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তির পর রাতে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়। ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর তিনি কয়েকদিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় নিজ বাসায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা গ্রহণ করছেন বলে জানা গেছে। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সদস্য আনোয়ার হোসেন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, আব্দুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, সাইফুল্লাহ আজাদ, আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আবু রায়হান মিকাঈল, ওহিদুজ্জামান খোকা, কাজী সিরাজ, সুজাউল হক ও দেলোয়ার হোসেন।