কলারোয়া প্রতিনিধি:
বিএনপির প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা-১ (তালা -কলারোয়া) আসনের সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাত্রা করেছেন।
রোববার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী একটি বিমানে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন বলে জানা গেছে। এ সময় সাথে ছিলেন তাঁর সহধর্মিণী অ্যাড. শাহানারা পারভিন বকুল।
বিমানবন্দরে প্রবেশের আগেই থাকে বিদায় অভ্যর্থনা জানান তালা-কলারোয়ার বিপুল সংখ্যক নেতা কর্মী। এসময় হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরাসহ তালা ও কলারোয়াবাসীর কাছে দোয়া কামনা করেন।