ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি কাজী আলাউদ্দীন এর পক্ষে ৩ হাজার ৬শ’ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরার কালীগঞ্জ সদরে মহামারী করোনা ভাইরাস সংকট মোকাবেলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দনি এর ১৫ লক্ষ টাকা আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ ও শ্যামনগর বিএনপি’র ব্যবস্থাপনায় কালীগঞ্জ ও শ্যামনগররে র্কমহীন, অসহায় ৩ হাজার ৬শ’ পরিবাররে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ র্কমসূচরি উদ্বোধন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু এবং বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল।
এ সময় শ্যামনগর উপজলো বিএনপি’র সহ-সভাপতি মাসুদুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, যুগ্ম সম্পাদক আশেক এলাহী মুন্না, সাংগঠনকি সম্পাদক আলমগীর এবং কালীগঞ্জ উপজলো বিএনপি’র সহ-সভাপতি এবাদুল ইসলাম চেয়ারম্যান, বিএনপি নেতা ডাক্তার শফিকুল ইসলাম বাবু, জেলা যুবদলের নেতা হাসান শাহরিয়ার রিপন, সুমন রহমান সহ শ্যামনগর ও কালীগঞ্জ বিএনপি’র নের্তৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।