নিজস্ব প্রতিবেদক: ২০২২ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ - এ চ্যাম্পিয়ন "বাংলাদেশ" টীমের রক্ষন ভাগের কান্ডারি সাতক্ষীরার গর্ব জনাব মাছুরা পারভীন কে তাঁর গর্বিত পিতার উপস্থিতিতে সাতক্ষীরা পল্লী সমিতির নেতৃত্বে আজ সোমবার বিকাল বেলা ৩ টার সময় সমিতির সদর দপ্তরের হল রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমানের সভাপত্তিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যশোর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মুহাম্মদ মোস্তফা কামাল, সমিতি বোর্ডের সভাপতি জনাব সাইফুল্ল্যাহ আজাদ সহ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/ কর্মচারী। সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হওয়ার গর্ব অর্জন করায় সকলে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের সভাপতি বলেন, এদের হাত দিয়েই সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ স্বপ্ন দেখে বাংলাদেশ। আর এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে চলমান কঠোর পরিশ্রমের ধারাটি অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা স্মারক সহ মাছুরা পারভীন- এর খেলাধূলা সামগ্রী ক্রয় করার জন্য ক্রিসকপ, সাতক্ষীরার পক্ষ হতে ১০(দশ) হাজার টাকা প্রদান করা হয়।