স্পোর্টস ডেস্ক :
নারীদের ঐতিহাসিক সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর অর্থ পুরস্কার ঘোষণার অভাব ছিল না সাবিনা খাতুনদের। বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে অর্থ পুরস্কারের ঘোষণা আসতে থাকে। ওই সময় বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর স্ত্রী এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালামও মেয়েদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। প্রতিশ্রুত সেই পুরস্কারের চেক হস্তান্তর করা হয়েছে ।
গত সেপ্টেম্বরের সেই ঘোষণা নানা কারণে বিলম্বিত হয়েছে। তবে আজ বৃহস্পতিবার পুরস্কারের অর্থ বুঝে পেয়েছেন সাবিনারা। বাফুফে ভবনে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের ঘোষণাকৃত অর্থের চেক হস্তান্তর করেন সালাম মুর্শেদী নিজেই। এ সময় উপস্থিত ছিলেন তার ছেলে ও এনভয় গ্রুপের পরিচালক ইশমাম সালাম।
ঈদের আগে অর্থ পুরস্কার পেয়ে খুশি সাফজয়ী খেলোয়াড়রাও। অধিনায়ক সাবিনা খাতুন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘কিছুটা দেরি হলেও ঈদের আগে পুরস্কারের অর্থ পেয়ে ভালো লাগছে। এতে সবার ঈদ ভালো কাটবে। স্যারকে (সালাম মুর্শেদী) ও এনভয় গ্রুপকে ধন্যবাদ।’
সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের দ্বিতীয় শীর্ষকর্তা সালাম মুর্শেদীও প্রতিশ্রুত অর্থ তুলে দিতে পেরে দারুণ খুশি, ‘ঘোষণার পরই অর্থ হস্তান্তরে প্রস্তুত ছিলাম। তার পর আমার ব্যস্ততা, মেয়েদের খেলা আবার ফেডারেশনের কলিগদের সময়ের অভাবে সেটি সমন্বয় করা যায়নি।’