প্রেস বিজ্ঞপ্তি: ২৬ আগস্ট বৃহস্পতিবার সাতক্ষীরা পৗরসভার ওয়াস ব্যবসায়ীদের নিয়ে ম্যানগ্রোভ প্রশিক্ষণ কক্ষে জলবায়ু সহনশীল ওয়াস পন্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়। পৌরসভার প্রান্তিক এলাকায় ওয়াস সুবিধা বাঞ্চিত এলাকার মানুষের মাঝে ওয়াস সেবা প্রদানের লক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন জনিত কারনে এলাকায় বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনায় উদ্যোক্তাদের ভূমিকা, বিপদাপন্নতা, আপদ ও ঝুঁকি বিষয়ক আলোচনা করা হয়। দুর্যোগের ঝুঁকি হ্রাস ও ঝুঁকি হ্রাসে উদ্যোক্তাদের করনীয় নিয়ে আলোচনা, দুর্যোগ ঝুঁকি হ্রাসে উদ্যোক্তাদের কী কী সক্ষমতা আছে সেটি যাচাই করা, সাপ্লাই চেইন ও ওয়াস মার্কেট সাপ্লাই চেইন বিষয়ক আলোচনা, দুর্যোগসহনশীল পন্য উৎপাদন এবং দুর্যোগসহনশীল পন্য উৎপাদনের করনীয় বিষয়ক আলোচনা, দুর্যোগসহনশীল পণ্য উৎপাদনে কী কী উপকরণ ব্যবহার করা হবে ও কীভাবে দুর্যোগসহনশীল পণ্য উৎপাদন করা যাবে, দুর্যোগসহনশীল পণ্য উৎপাদন উদ্যোক্তাদের ভূমিকা, দুর্যোগসহণশীল পন্য উৎপাদন ও ব্যবহারে কমিউনিটির ভূমিকা, দুর্যোগসহণশীল পন্য উৎপাদন ও ব্যবহারে ওয়াস এসোসিয়েশনের ভূমিকা বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণ উদ্বোধন করেন আশা’র জেলা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম। এইচপি সংস্থার পক্ষে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন মৃনাল কুমার সরকার, মোঃ শরিফুল ইসলাম খান ও নন্দিতা রানী দত্ত। এছাড়া অন-লাইনে উপস্থিত থেকে প্রশিক্ষণের বিস্তারিত আলোচনা করেন ওয়াস এসডিজি প্রকল্পের ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুর রহমান। প্রশিক্ষণে ওয়াস উদ্যোক্তাদের মধ্যে শেখ হাবিবুর রহিম রিন্টু, মোঃ আল-আমিন, শাহিন, জেসমিন আরা, ফরিদা খাতুন, মনোয়ারা, সালমা, মারিয়া ও নূর মোহাম্মদসহ অন্যান্য।