কামরুল হাসান, কলারোয়া থেকে: দৈনিক সাতনদী পত্রিকার বার্তা সম্পাদক কলেজ শিক্ষক প্রভাষক মাসুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ জানিয়ে কলারোয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক বিবৃতি দিয়েছেন। বিবৃতি দাতারা হলেন-কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সহ-সভাপতি হাসান মাসুদ পলাশ, প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এম এ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, প্রচার সম্পাদক আকবর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, কার্যনির্বাহী সদস্য মাস্টার সাইফুল ইসলাম, সদস্য মিয়া ফারুক হোসেন স্বপন, সেলিম খাঁন, তরিকুল ইসলাম রাজু রায়হান প্রমুখ।
সাংবাদিক নেতারা বিবৃতিতে সাতনদী পত্রিকার বার্তা সম্পাদক কলেজ শিক্ষক মাসুদুর রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদ জানানোসহ প্রকৃত তথ্য উৎঘাটনপূর্বক দোষী ব্যক্তিদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।