আহাদুর রহমান (জনি): আর অল্প কিছুদিন পরই দেশব্যাপী শুরু হয়ে যাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইতোমধ্যেই প্রার্থীরা গণসংযোগ থেকে প্রচার প্রচারণা শুরুও করেছেন। বহুদিন ধরে অবহেলিত ১০ নং আগরদাড়ী ইউনিয়ন। বেশ কিছু চোখে পড়ার মত উন্নয়ন হলেও, জীবনমানের তেমন উন্নয়ন সাধিত হয়নি। হয়নি অবকাঠামোগত উন্নয়নও। তবে ভালমন্দেই চলছে।
ঘাটতির দিকগুলো তুলে ধরে সেসব পূরণের অঙ্গীকার ব্যাক্ত করে সাতনদী’র সাথে একান্ত সাক্ষাৎকারে আগরদাড়ী ইউনিয়নের ব্যবসায়ী ও সমাজসেবক, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন মিলন। তিনি ইউনিয়নবাসীর কাছে সৎ, যোগ্য ও পরিশ্রমী প্রতিনিধি নির্বাচিত করারও আহবান জানান। সেই সাথে ইউনিয়নটিকে উন্নয়নের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার অঙ্গীকারও করেন তিনি।
কবির হোসেন মিলন বলেন, ১০ নং আগরদাড়ি ইউনিয়নবাসীর কাছে দাবি থাকবে অন্তত একবার সৎ, শিক্ষিত ও যোগ্য ব্যাক্তিকে নির্বাচিত করুন। সেটা যদি আমি না হয়ে অন্য কেউ হয় তাহলে তাকেই নির্বাচিত করুন। অন্তত একটাবার ভাল ও যোগ্য ব্যাক্তিকে ইউনিয়নের দায়িত্ব দিন। অন্তত নিজেদের আত্মার কাছে দায়মুক্ত থাকবেন।
আগরদাড়ি ইউনিয়নে যে সকল গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়নি তা তুলে ধরে তিনি জানান, সাধারণ মানুষের জীবন-মানের উন্নয়ন হয়নি। সেই সাথে হয়নি অবকাঠামোগত উন্নয়নও। যুব সমাজকে কর্মমুখী করার উদ্যোগ গ্রহণ করা হয়নি।
এক প্রশ্নের জবাবে মি. মিলন বলেন, এই আগরদাড়ি ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সারা বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার চলছে তা থেকে আমাদের ইউনিয়নটি অনেক পিছিয়ে। আমি চাই এই ইউনিয়নটি উন্নয়নের মূলস্রোতে ফিরে আসুক।
কীভাবে দুর্নীতিমুক্ত করবেন আপনার ইউনিয়ন এমন প্রশ্নের জবাবে মি. মিলন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহীতা বাস্তবায়ন করতে চাই। সাধারণত যে অভিযোগগুলো শুনতে পাওয়া যায় যেমন, শিশুকার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতার কার্ড পাইয়ে দিতে যে আর্থিক লেনদেন হয় তা বন্ধ করতে চাই। সকল ভাতার কার্ড দেওয়া হবে স্বচ্ছতার সাথে নিয়ম নীতি মেনে। আমি যদি নির্বাচিত হই তখন কোন স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে কোন রকম অভিযোগ আসে সে বিষয়েও কাজ করতে চাই।
চেয়ারম্যান নির্বাচিত হলে সর্ব প্রথম যে কাজটি করতে চান? জবাবে মি. মিলন বলেন, আমাদের ইউনিয়ন পরিষদ ভবনটি জরাজীর্ণ। আমি আগে যখন পরিষদের ঢুকেছি তখন ভয় পেতাম যে কখন না জানি সাপ বা বিষাক্ত কিছু বের হয়ে আসবে। তো সেই জন্য সবার আগে আমাদের ইউনিয়ন পরিষদ ভবনটির সংস্কার ও বর্ধিত করতে চাই।
অন্যান্য প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, অন্যান্য প্রার্থীরা সবাই ভাল। কিন্তু ভোটারদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা অবশ্যই সৎ, শিক্ষিত ও যোগ্য ব্যাক্তিকে চেয়ারম্যানের আসনে বসাবেন।