নিজস্ব প্রতিবেদক : দীপায়ন শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ধুম ধামের সাথে ৪র্থ জম্মদিন পালন করলো। সম অসমবয়সী খেলার সাথী ও পরিবারের সদস্যদের সাথে নিয়ে কেক কেটে জম্ম দিনের আনন্দ উৎসবে মেতে ওঠে দীপায়ন। বিশেষ করে পিতা মাতা ঠাকুরদাদা ঠাকুরমা মামা মামী কাকা, দিলিপ, শুভংকর, অমিত, শুভ ও পিশিমনি মল্লিকা, চৌতালি, দীপায়ন এর জন্য আশির্বাদ কামনা করেছে। দীপায়ন রায় সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার ম্যানেজার ও সাতক্ষীরা জেলা প্রেস ক্লাবের সদস্য জগন্নাথ রায় এর ভাইপো।