
ঈমান আলী: প্রান সায়ের খাল খননের মাটি বহনের সময় মাটি বহনকারী গাড়ি থেকে ছিটকে পড়া কাদামাটি ও ধুলাবালিতে সাতক্ষীরা শহরের স্থানীয় ব্যবসায়ী ও যাতায়াতকারী পথচারীদের ভোগান্তির বিভিন্ন চিত্র তুলে ধরে গত ১২ জানুয়ারী দৈনিক সাতনদীর প্রথম পাতায় ধুলাবালিতে অতিষ্ঠ শহরবাসী শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নজরে আসে সাতক্ষীরার সুযোগ্য জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের। ফলস্বরুপ তার নির্দেশে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে অবশেষে শহরের তুফান মোড় এলাকার প্রধান সড়ক থেকে কাদামাটি পরিস্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা শহর পরিস্কার কার্যক্রম পরিচালনাকারী কর্মরত কন্ট্রাক্টর।