# এসিল্যান্ড রাশেদ হোসাইনের পরিদর্শন
আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলা সদরের শীতলপুর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায় ১৯ টি গৃহ নির্মান করে ১৯ পরিবারকে বরাদ্দ দেওয়া হয়। এদের মধ্যে ৯ ঘর জবর দখল করে নেওয়া হয়। এব্যাপারে ঘরহারা পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয় এবং দৈনিক সাতনদী পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয়। সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন সোমবার আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে যান। এসময় ১৯টি ঘরে দখলে থাকাদের সাথে কথা বলেন। তাদের কাগজপত্র দেখেন। ১৯ পরিবারের মধ্যে ৮ পরিবার তাদের বৈধ কাগজপত্র প্রদর্শন করেন। দুই পরিবারের কাগজপত্র থাকলেও প্রকৃত মালিকের পরিবর্তে তাদের বোন বসবাস করছে। বাকী ৯টি ঘরে বর্তমানে জবর দখল নিয়ে বসবাসকারীরা তাদের পক্ষে বৈধ কাগজপত্র দেখাতে সক্ষম হয়নি। ভূমিহীন ও বৈধভাবে বসবাসকারী আঃ হাকিম সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনকে জানান, ৫ আগষ্টের ঘটরার রাতে অন্ধকারে কে বা কারা ৯টি ঘরে জবর দখল নেয়। সেখানে জবর দখলকারীরা অবস্থান নেয়। বিষয়টি ইউএনও, এসি ল্যান্ড ও নায়েব সাহেবকে জানানোর অপরাধে দখলকারীরা আমাকে হুমকী দিয়ে যাচ্ছে। মাটির বাঁধ দিয়ে পানি নিস্কাশন বন্ধ করে দিয়ে অত্যাচার করছে। তদন্তকালে তদন্ত কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) অবৈধ দখলকারী ৯ পরিবারকে ঘর ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিতে নোটিশ করতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন জানান, আশ্রয়ন প্রকল্পের ঘর জবর দখলের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। যারা অবৈধ দখলে আছে তাদেরকে ঘর ছাড়ার সময় নির্দিষ্ট করে নোটিশ করতে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশন দেওয়া হয়েছে। যাদেরকে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে, তারা ঘরে না থাকলে তাদের বরাদ্দ বাতিল করা হবে। তদস্থলে বিধি মোবাবেক নতুন করে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বরাদ্দ প্রদান করা হবে।
সাতনদীকে সংবাদ প্রকাশের জের: আশাশুনির শীতলপুর আশ্রয়ন-২ প্রকল্পে জবর দখলকারীদের ঘর ছেড়ে যাওয়ার নির্দেশ
পূর্ববর্তী পোস্ট